প্রেমের ঋণ
প্রেমের ঋণ


আজকে নাকি করতে হয় প্রেম ?
আজব নিয়ম বাকি দিনগুলো কি খেলো গেম ?
হাজার টাকায় গোলাপ বিকোয়, শহর জুড়ে প্রেমের ঝড়,
বিজ্ঞাপনে দেদার চমক, সাজানো প্রেম কাঁচের ঘর |
হীরের আংটি, দামী ড্রেস
জাগছে শহর লাইভ মিউজিকে পছন্দের গানের দাবী পেশ !
আদতে আমরা নার্সিসাস, লোক দেখানোই অভ্যাস
লাইক, কমেন্ট ঘিরেই বাঁচি, মিডিয়া জুড়ে প্রেমের মাস !
প্রেমে তো পড়ি রোজ
কখনো তোমার, কখনো ঘরের তুমি কি তার রাখো খোঁজ ?
তোমার ছোট্ট অভ্যাসগুলো, তোমার গিটারে মেঠো সুর,
এ সবই আমার ভীষণ প্রিয়, মনের ভিতর ভাঙচুর |
ভ্যালেন্টাইন্স ডে জানি আজ
ভালো তো আমি রোজই বাসি, সতেজ রাখি প্রেমের গাছ |
বিশেষ দিনে কি আর বলি, ভালোবাসাতেই কাটে দিন,
চলতি হাওয়ার পন্থী আমরা, তোমার প্রেমেই শুধছি ঋণ |