অভিমানী
অভিমানী


অভিমানী মেঘেরা বৃষ্টি হতে চায় ,
শূন্য রেলস্টেশন কিছুক্ষণ আগেও গমগম করছিল ,
চলে গেছে শেষ ট্রেন, নিস্তব্ধ স্টেশন এক্কেবারে একলা |
ওরও বড্ড অভিমানী হতে ইচ্ছে হয় |
প্রেমের শহরে উষ্ণতা ছড়াচ্ছে আবেগ
স্টেশনটার বড্ড ভালোবাসতে ইচ্ছে হয় !
ওই মেয়েটাকে যে গোটা দিনটা স্টেশনে বসে অপেক্ষায় ছিল,
আসেনি প্রেমিক
সে তখন অন্য নারীর চুলের সুগন্ধ নিতে ব্যস্ত |
রেলস্টেশনটা হাত রেখেছিল মেয়েটার পিঠে
বোবা স্টেশনের ভাষা বোঝে নি সেই মেয়ে |
আর একদিন,
ওই ছেলেটা মরতে এসেছিল
ঘরে তার অসুস্থ বাবা, অসহায় বোন
ছেড়ে গেছে প্রেমিকা তাই মৃত্যুর এত আয়োজন !
মরতে পারে নি সারারাত জেগে কেঁদেছিল একা
স্টেশনটা পাশেই ছিল ছেলেটা জানে না সে কথা |
রাতের শেষ ট্রেন চলে যায়,
ভালোবাসা বুকে স্টেশন দাঁড়িয়ে থাকে নির্নিমেষ |
রাত জাগে, উষ্ণতা নামে প্রেমের শহরে
প্রেম, তুমি কি জানো, স্টেশনেরও অভিমান হয় ?