শতাব্দীর_গল্প
শতাব্দীর_গল্প


দেওয়ালগুলো বোবা তাই জমিয়ে রাখে কথা,
চোরাগোপ্তা শানানো ছুরি, সাফল্য না ব্যর্থতা?
দেওয়াল জানে কোনটা সত্যি কোনটা কথার খেলা-
উগরে দেওয়া তীব্র বিষ, প্রেমের অবহেলা|
চাপানউতোর দাবার বাজি বন্দী রাজা নিজে,
দিশাহারা মন্ত্রী নিশ্চিত হারেও চলছে পথটা খুঁজে!
নিজের ছায়ার মুখোমুখি তবুও লড়াই চলে-
বুকের ভেতর ভাঙছে পাথর, মুখে হাসি খেলে|
দেওয়াল জানে আগুন কোথায়, কোথায় বরফ ছুরি।
লোভের শিখায় জ্বলছে মন, করছে নিজেকে ফিরি !
দেওয়াল আয়নায় ভেসে ওঠা অচেনা মুখের ভীড়ে
সাফল্যের খড়কুটো জমিয়ে বেড়াই ব্যর্থতা ভরা নীড়ে|
খাঁচার ভেতর বন্দী পাখি, ডানা ঝাপটায় রোজ,
ভারী ডানায় উড়তে পারলেই স্বাধীনতা করবে খোঁজ|
এ পথের শেষ হবে কোথায় মুখোশে ঢেকেছে মুখ
নিজের আমিকে হারিয়ে ফেলে খুঁজে চলেছি সুখ !
সম্পর্ক ভাঙে, সম্পর্ক গড়ে তবুও দেওয়াল চুপ।
ভেঙে পড়া দেওয়াল বেয়ে স্মৃতি ঝরে টুপ্ টুপ্!
হাত বুলিয়ে দেখো কখনো সিমেন্টের বুকে-
শতাব্দী জুড়ে বুনছে গল্প একাকী নিশ্চুপে|