রক্তগোলাপ
রক্তগোলাপ


রক্তগোলাপ
গোলাপ এনেছি আজ
নতজানু হয়ে বসেছি নীরবে সাজাও কাঁটার সাজ |
ভালোবাসা এনেছি তোমার জন্য নাহয় করো ঘৃণা
হাসিমুখে চলে যাব দূরে এঁকে প্রেমের আলপনা |
ফুলদানি জমা রক্ত
নিজের রক্তে রাঙিয়েছে গোলাপ তোমার নগন্য ভক্ত |
প্রেম উপাচারে সাজিয়েছে আজ প্রেমের রঙিন ডালি
অভিমানী রাধার মান ভাঙাতে শ্রী চরণে বনমালী |
বসন্ত এসেছে দ্বারে
কাঁটার মুকুট পরাবে কি আজ নীরব অহংকারে |
হাজার বছর অপেক্ষা শেষে আজ ঋণমুক্তির পালা
অচিনপুরে বাঁধতে ঘর এনেছি সাজিয়ে ভেলা |
আগুনে পুড়ছি রোজ
সন্ন্যাসী শীত বিদায় নিয়েছে বসন্তে প্রেমের খোঁজ !
গোলাপের সাজ তোমারই থাকুক কাঁটায় সাজবো আমি
সমর্পণের আগুনে পুড়েছে যেমন চন্ডীদাসের রামী |