আমার শিক্ষাগুরু
আমার শিক্ষাগুরু


ছোট্ট থেকেই তোমার কোলে জগৎ চেনা শুরু
তুমিই আমার প্রাণের সখী, তুমি আমার গুরু |
তোমার হাত ধরেই প্রথম হাঁটি হাঁটি পা
প্রথম স্পষ্ট উচ্চারণে বলা, মা ওগো মা |
তোমারই উপর রাগ অভিমান, খুঁনসুটি তোমার সাথে,
দুষ্টুমি করলে বকার পর খাইয়েছ নিজের হাতে |
প্রথম ক্রাশের প্রথম গল্প সবই তোমার জানা,
আমার রূপকথার পরীর কিন্তু ছিলনা কখনো ডানা |
তোমার দেখানো পথেই যেন চলতে শিখি রোজ,
বিপদের মুখে তোমার শিক্ষা মনে আনে প্রতিরোধ |
জন্মদাত্রী হলেও তুমি বন্ধু, পথপ্রদর্শক, শিক্ষাদাতা,
চরম বিপদসঙ্কুল স্থানে তোমার চেনানো পথই আমার ত্রাতা |
আমার সমস্ত সত্তাজুড়ে তুমি রয়েছ মিশে,
অন্ধকারে দেখাও পথ যখন হারাই দিশে |
তুমি আমার জীবন্ত দেবী, আমার মানবী তুমি,
তুমি আমার চেতনাদাত্রী, আমার জন্মভূমি |
তুমিই আমার বিশ্বকোষ, তুমি গীতা-বাইবেল-কোরান,
মা তুমিই শিখিয়েছ কেমনভাবে বজায় রাখে আত্মসম্মান |
আমার চোখে নারীর প্রকৃত সংজ্ঞা হলে তুমি
মাগো সারাজীবন যেন তোমার ও চরণ চুমি |