প্রথম স্কুল
প্রথম স্কুল


প্রথম সেদিন নতুন ইউনিফর্ম, কাঁধে নতুন ব্যাগ
নতুন স্কুলে ভয়-আনন্দ না ছেঁড়া প্রাইস ট্যাগ |
নতুন নতুন খাতা বই , দিদিমণির মিষ্টি হাসি
প্রথম দিন থেকেই স্কুলকে বড্ড ভালোবাসি |
ছোট্ট ছোট্ট টেবিল চেয়ার, ক্যাডবেরির ওই ভাগ
বাবা-মায়ের আড্ডা, আমাদের বোনভিটার মাগ |
তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে জলে লাফিয়ে ফেরা
ছোট্টবেলার স্কুল জীবন ছিল কান্না-হাসি মোড়া |