"দুর্গা"
"দুর্গা"


দুর্গা আসে অশুভশক্তির নাশে মর্তে খড় মাটি কাদায় শিল্পীর সুন্দর সৃষ্টিতে দেবী বা ছায়া মূর্তিতে অপূর্ব শৈল্পিক ছোঁয়াতেদশ হাতে অস্ত্রে সুসজ্জিত আসুরিক শক্তির বিনাশে
আমার দুর্গা আসে বাঙালি পরিবারেবারো মাসে তেরো পার্বণের ভিড়েশ্রেষ্ঠ উৎসবে ভারতবর্ষে ও বিদেশেশারদীয়ার অকালবোধনে আশ্বিনেবনেদি বাড়ির আটচালায়, পূজা প্যান্ডেলে আড়ম্বরে
আমার দুর্গা কি আসবে এইবছর অনিশ্চয়তা ঘিরে ?বন্ধ কারখানায় গেটে বড় তালা ও শিকলেকাজ হারিয়ে বাড়ি ফেরা বেকার শ্রমিকের কাঁধেজীর্ণ শীর্ণ ফুটো হওয়া ঢাকীর ঢাকের চামড়াতে
আমার দুর্গা কি আসবে মুখে মাস্ক পড়ে ?ছোঁয়াচে মহামারী অনুজীবের তাণ্ডব কি পারবে কমাতে?মৃত্যুর বিভীষিকা চারিদিকে আতঙ্ক ঘিরেই রয়েছেদুর্গতি নাশে ধরিত্রী আতঙ্ক মুক্ত কি হবে আগামীতে...