STORYMIRROR

UJJAL SAMANTA

Romance Inspirational

4  

UJJAL SAMANTA

Romance Inspirational

ভালোবাসা এক অনন্য অনুভূতি

ভালোবাসা এক অনন্য অনুভূতি

1 min
421

 ✍️উজ্জ্বল সামন্ত


তুমি যেমন আমার কাছে দামী

আমিও কি তোমার কাছে তাই!

ভালোবাসা এক অনন্য অনুভূতি

অর্থের মাপকাঠিতে কি আর মনের ওজন হয় ?

বোহেমিয়ান জীবন ছিল আমার, 

জীবন এক দীর্ঘ যাত্রাপথ।

তোমার সাথে দেখা গলিপথে ,

পথিক কি আর রাস্তা চেনে সব?

বাঁকা চোখের গভীরে সমুদ্র উত্তাল ,

বালিয়াড়ি জুড়ে রয়েছে ঝিনুকের দল।

প্রেমিক বোঝে গভীর ভালোবাসা,

ভাষায় কি আর প্রকাশ হয় সব?

তুমি আমি একটু কাছাকাছি,

সময় যেন দ্রুত গতিতে বয়।

ভালোবাসা কখন ধরা দিল না জানি,

প্রেমিক মনে হয়তো আশাটাই সব!

ভালোবাসা উজাড় করে দিলে,

কৃপণতা একটুও নেই কোথাও।

লজ্জা ঢেকে আবদ্ধ আলিঙ্গনে, 

একাত্মা , ভালোবাসা এক অনন্য অনুভব...


Rate this content
Log in

Similar bengali poem from Romance