STORYMIRROR

Kausik Chakraborty

Fantasy

4  

Kausik Chakraborty

Fantasy

আড়াই মিনিটের পথ

আড়াই মিনিটের পথ

1 min
600

আমার ঘরের পাশে খোয়াই এর হাট

আমার দক্ষিণ বারান্দায় যতটুকু আশাহত রোদ্দুর এসে পড়ে রোজ

আমি তার তীব্রতায় ভিজিয়ে নিয়েছি বেপরোয়া কার্নিশগুলো

এখনো জোরে হাঁটলে আমার শোবার ঘর থেকে কলাভবন 

হাতে গুনে আড়াই মিনিটের পথ


আজও খুব চেনা পথে কারা ছুটে এসেছিল বাউল খুঁজতে?

আসলে বাউল কারা? কারাই বা মেটে সৈনিক?

আমার দরজার পাশে রাখা আছে দরাজ আয়না

যারা ফেলে আসে আবর্জনা অথবা পোশাকের সস্তা পকেট

তাদের প্রতিকৃতিতে এখনো ঘাম জমে না সেখানে


এই তো ছুটে গেলে এখনি শুতে পারো উদিচীর হেলানো বারান্দায়

প্রতিদিন স্নানের পর সেখানেই একমাত্র নিজেকে পুড়িয়ে নেওয়া যায়

আসলে আমার জন্যই নিয়মিত খোলা থাকে উত্তরায়ণের গলি

আমিও নগ্নপায়ে অবাধে কুড়িয়ে আনি নীলবর্ণ ছায়া আর করবীর বীজ


আসলে উদ্বাস্তু একতারায় আমি এখনো ঝুলিয়ে রেখেছি হারানো নোবেল

এবার চুরি হলে তুমিও প্রথমে খুঁজে দেখো তোমার চৌকাঠ


এখনো জোরে হাঁটলে আমার শোবার ঘর থেকে কলাভবন 

হাতে গুনে আড়াই মিনিটের পথ...


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy