STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Classics Fantasy

4  

Apurba Kr Chakrabarty

Classics Fantasy

বঞ্চিতের আবেদন

বঞ্চিতের আবেদন

1 min
1.4K

এসো হে মৃত্যু , এসো প্রিয়তম,

জীবনের সেরা ক্ষণ।

তব মুখ চাহি , অধৈর্যে বসি,

অপেক্ষায় মোর মন।

তোমাতে শান্তি , তোমাতে সাম্য, 

অভাগারে দাও মুক্তি।

ধনী বা দরিদ্র, খ্যাত অখ্যাত 

সবারে সেদিন ,করবে নিঃস্ব! 

দেখবে সারা বিশ্ব।

বঞ্চিত নিপীড়িত, শোষিত ধিক্কৃত 

অনাহার আর অবহেলায় যারা

অশ্রুসজলে ঘর্ম ঝরিয়ে 

পেলোনা শ্রমের মূল্যে। 

করলে নির্লজ্জ ব্যাঙ্গ!

নাচন কোদন আর ক্রীড়া উল্লাসে

খ্যাতি যশ আর অর্থ জোয়ারে 

ভোগ বিলাস আর ন্যাকা সোহাগেতে 

 বিশ্ব জয়ের দর্প 

দেশের তোমরা গর্ব !

ওরা ছাড়া কী তো জগত চলে না!

মোরা ছাড়া কী চলত?

 নিষ্ঠুর বড় এই সভ্য সমাজ 

তুমি যদি না থাকতে !

 ন্যায়ের বিচার হত না সত্য

মিথ্যা গল্প শোনাত। 

ভোগের সাগরে গা ভাঁসিয়ে ওরা,

চিরদিন মোদের লুটত। 

তুমি আছো তাই , স্বপ্ন দেখি

একদিন মোরা জিতব।

অন্যায় অবিচারের স্রষ্টা ওরা,

বঞ্চনা আর শোষনের রাজা 

শ্মশান কবরে পাশাপাশি শুয়ে 

 মোদের কথা কিছু শোনাব !

 অবুঝ তোমরা ! মানব না মোরা,

বুঝিয়ে তবে ছাড়ব !

কারা ছিল সেদিন 

শোভাবদ্ধন, হরিণের শিং, 

কার ভরসায় , আহার জুটেছে,

প্রান ওষ্ঠাগত বাঘের হানায় 

 দিয়েছিল কারা সঙ্গ !

 নিকৃষ্ট অধম তব চোখে মোরা

  তুচ্ছ পাদুকা অঙ্গ।


  

 





Rate this content
Log in

Similar bengali poem from Classics