STORYMIRROR

Anitendu Modak

Classics

4  

Anitendu Modak

Classics

শ্রীচরনেষু

শ্রীচরনেষু

1 min
262


“I know not from what distant time thou

art ever coming nearer to meet me.”

–Rabindranath Tagore


তুমি ওষ্ঠ তুলে

চুম্বনের আশীর্বাদ এঁকে দিলে

তাপক্লিষ্ট কপালে মাথায়

মাটির শরীর এক লহমায়

তুলসীর মতো পূত পবিত্র হয়ে যায়।


তুমি দৃষ্টি জ্বেলে

সত্যের বিমল রৌদ্র দিলে ঢেলে

অন্তরতম গহন চেতনায়

অচেত পরাণ এক লহমায়

চন্দনের মতো স্নিগ্ধ সৌম্য হয়ে যায়।


তুমি হৃদয়েতে

পরম শান্তিমাখা নির্মল হাতে

ছুঁয়ে দিলে ভরা মমতায়

এ জীবন এক লহমায়

তোমার পরশ পেয়ে ধন্য হয়ে যায়।


আমি জানি

তুমি সেই ধ্রুব নিত্য অন্তর্যামী

আমার হৃদয়াসনে আসীনা জননী।



Rate this content
Log in

More bengali poem from Anitendu Modak

Similar bengali poem from Classics