আজব সুখ
আজব সুখ
আজব সুখের খোঁজ মোরা করছি হরদম!
বুদ্ধি খাটায় চালাক মানুষ বোকায় দেয় শ্রম!
বিদ্যানের সংজ্ঞা কি তা, ভাবায় ভীষণ মন
কৃষান জোয়ান খাঁটি রতন দেশের তরে প্রান
নির্বোধের আবেগ বড়,ছাগের তিননম্বরী সন্তান
পিঠ চাপড়ে আদর কত, শোষণ যতক্ষণ!
শোষিত না কী সেবা বলো!
কুক্ষিগত ক্ষমতা কারোর, কারোর মুলধন
মানিক জোড় খেলছে লাট্টু , সুতোয় মেরে টান ।
ঘুরছি মোরা বন বনিয়ে, ভাবছি কত মান !
চাকর বাকর সেলাম ঠোকে,
রঙিন নেশা সুরার টানে
কোটি টাকার হরেক গাড়ি,রাখা ওদের সখের নেশা
আসল নেশা রয়েছে লুপ্ত,
নাকের নাকাল রেখেছে গুপ্ত,
মিশন তাদের করেছে সুপ্ত
আলোক ছেড়ে প্রীতি ওদের ঘন আঁধার নিশা
গজকচ্ছপ সবজান্তা, দিগ্ গজ বিশ্ব নেতা!
ক্ষমতায় যেই বা থাক, ধন কুবেরের হুতোম পেঁচা,
তোয়াজ করতে সদা ব্যস্ত সন্ত্রাসের মাথা।
বুদ্ধির ঢেঁকী চিল চিৎকার,কে চাইবে হিসাবনিকেশ জন দরদী চলছে দেখো উন্নয়নের সরকার !
ভাঁড়ার শুন্য, ঋনে জর্জর ,প্রতারণার বন্ধ ভূমে
থাকবে নীরব মুন্ডছেদে ,নেই চিৎকার খতম কালে
পুশিয়ে দেবে আপন জনে,অশ্রু জলে চুপটি রবে, পদক হল জয়ের নিশান মরণোত্তর পুরস্কার ।
চোখে ঠুলি পড়েই আছি ,
উলুখাগড়া প্রান তো যাবেই,
রাষ্ট্রনেতার বিজয় দেখে জয় ধ্বনি কর।
যতই ওরা করুক লোপাট ,অনাহারে মর।
দেখব না কো চোখেই মেলে ,চুপটি করে থাক।
সংবাদে আর তথ্য দিয়ে, বুঝিয়ে দেবে
রাজ রাজাদের ভীষণ দরকার।
বুদ্ধিজীবীদের তকমা পেয়ে,
নগদ কিছু হাতিয়ে নিয়ে
খুশীর জয়গান গাইবে ওরা, জোরসে দেবে হাঁক।
আসছে বছর আবার হবে !
জাগত টাতো একই আছে,
চাটুকদাররা সব রাজ প্রসাদে,
রংটা শুধু বদলে গেছে, সুখের খোঁজ কর !
