ওরা
ওরা


ভাঙা প্রস্তর দাঁড়িয়ে নীরবে
শহর থেকে বহুদূরে ।
মুখে না বোঝা ভালোবাসা আর
হারিয়ে যাওয়া অতীতের এক পশলা বৃষ্টি ।
ওরা সাহিত্য বোঝে না
বোঝে না বসন্তের কোকিল
অনাহারের ভিড়ে হারিয়ে গেছে কবিতা লেখা খাতা
পূর্ণিমার গোল চাঁদ ।
কী দারুণ বিকেল !
ওরা উপভোগ করে না ।
হিমশীতল আকাশে চেয়ে দেখো
টুপটুপ করে ঝরে পড়ে আবেগের শত ব্যথা ।
ওরা শুধু জানে পেট ভরাতে ।