কষ্ট
কষ্ট

1 min

1.0K
একটা দলা পাকানো কষ্ট গুটিসুটি মেরে
পায়ের কাছে এসে থামে
লোকে হা পিত্যেশ করে তাকিয়ে থাকে
আমি টুক করে বুকে নিয়ে সরে পড়ি।
একান্তে নিভৃতে আঁচল সরিয়ে দেখি
বিন্দু বিন্দু ঘামের পরশ
যেন অনেকদূরের ক্লান্ত পথিক।
হঠাৎ চোখে পিছু হঠে দাঁড়ায় ও
আমি সান্ত্বনা দিয়ে কোলে তুলে নি
অনেকটা উলকাঁটা দিয়ে স্বপ্ন বোনার মত।