অনুভূতির গল্প
অনুভূতির গল্প


বাগানের কুঁড়িটার আর ফুল ফোটা হলো না
বারান্দায় যোগ বিয়োগ গুণ ভাগ আছে পড়ে
আমার কান্নার শব্দ হাত বাড়ায় নিঃসংকোচে
তুমি কান পেতে শুনে নিও কালবৈশাখীর ঝড়ে
ডাকবাক্সের অচেনা চিঠিগুলো বারবার উঁকি দেয়
হয়তো তারা এখনো খুঁজে পায়নি তাদের ঠিকানা
রানার ছুটি নিয়ে চলে গেছে অনেক আগেই
ঘর বলতে এটুকুই শুধু বৃত্তের পরিধির সীমানা
রাখা আছে খানতিনেক অনুভূতি আর ভালোবাসা
পারলে একবার অন্তত শীতের বিকেলে পড়ে নিও
বাস্তবে না হোক স্বপ্নে ছুঁয়েছি শরীর গভীর নিভৃতে
আমি তো ছোট্ট নিমিত্ত মাত্র একটা রশ্মি উপাক্ষীয়