আজ শ্রাবণ
আজ শ্রাবণ


আজ শ্রাবণ এসেছে দেখো আমার ধরণীতে
তুমি এসে পাশে বোসো দেখি তোমায় দুচোখ ভরে
অগোছালো স্বপ্নেরা ভেসে যাক আমাদের ভরসাতে
নাহয় থাক তোমার ভেজা গায়ের শাড়ি
কপালে দু চারটে এলো চুল
টুপটুপ পড়া ফোঁটা ফোঁটা সুবাস ছড়িয়ে যাক আনাচে কানাচে
তুমি হাত বাড়িয়ে মেঘ ছুঁতে চাও
আমি আকাশ ভেঙে এনে দেব
তুমি এই ঘন বিকেলে আমায় করে নাও
আমি সিক্ত গুলঞ্চ তোমায় দেব
হাতের উপর হাতটি রেখে চোখের কিনারে তাকিও
এক গভীর সমুদ্র তোমারই অপেক্ষায়