ব্যস্ত তুমি
ব্যস্ত তুমি


হাজারো অভিশাপের ভিড়ে লেগে আছে যুক্তি
তুমি ফেলে আসা এক টুকরো স্মৃতির ধুলো
কংক্রিটের দেওয়ালে সবুজের আবছা আভাস
নতুন করে নড়ে ওঠা আমার অনুভূতিগুলো
তুমি মরচে পড়া পুরানো চিঠি দেখেছো
নিভে যাওয়া নিবপেনের অক্ষর দেখোনি
বসন্তের রাতে পাঁচতারা হোটেল খুঁজেছো
নদীঘাটে বাঁধা মাস্তুলের গান শোনোনি
আমার আলগোছে স্বপ্নেরা পায়চারি করে
তোমার সাথে অতীতের আঁকা বাঁকা রাস্তায়
ক্যাকটাসে কি জন্ম নেয় এজন্মের আগাছা!
আমার কিন্তু এর উত্তর আজ অব্দি জানা নাই