তুই
তুই
1 min
1.1K
নবীনের পাতায় পুরোনো একরাশ ধুলো তুই!
রয়ে যাওয়া আকাশের এক টুকরো মেঘ,
দিন শুরু হওয়া নরম রোদ্দুরের সঙ্গী তুই!
ডায়েরির অক্ষরে জমে থাকা নিত্য আবেগ,
আমার শহরে এক রাতজাগা উদ্বাস্তু তুই!
দিন শেষে ঘরে ফেরা ঝাপটানো পালক,
সাজানো এক বাগানের কোণঠাসা চারা তুই!
বৃষ্টির দিনে উঠোনে বরফ কুড়োনোর শখ,
উপন্যাসের গভীরে লেখা একরত্তি মেয়ে তুই!
নাম না জানা কত ভালোবাসার উপাখ্যান,
ছিঁড়ে রাখা বেনামি প্রাপকের এক চিঠি তুই!
ফেলে আসা তোর প্রতি এক অদ্ভুত টান!