শুকতারা
শুকতারা


ছেঁড়া ছেঁড়া গোলাপের পাপড়ি জুড়ে
শীতের হাওয়ার আসা যাওয়া
শরীরের উষ্ণ আলিঙ্গনে কত তার রং
নেমে আসে চিত্রকারের পটে
শুকতারার মত আমিও আছি প্রতীক্ষায়
রোজ সূয্য ওঠার আগে
তোমার গলায় মুক্তোর মালা গেঁথে
ভুল হয় জেনেও হাঁটি বহুদূর
তোমার ছায়ার আশায়
বিন্দু বিন্দু ঘামের পরশ তোমার ঠোঁটে
সমুদ্রমন্থনের জেরে ডেকে আনে একরাশ
কালবৈশাখীর মেঘ । আমি হন্যে হয়ে খুঁজি
তোমার শরীরের আঁকাবাঁকা পথের দিশা