STORYMIRROR

Sushanta Kora Chirkut

Drama

5.0  

Sushanta Kora Chirkut

Drama

প্রেমিকা নাকি অপ্সরা

প্রেমিকা নাকি অপ্সরা

1 min
2.0K


মেঘ জমেছে ঈশান কোণে

সঙ্গে আছে বর্ষাতি?

ওসব এখন থাক না দূরে

ঘন্টাখানেক সাথে হাঁটি


ভিজলে নাহয় ভিজবো খানিক

দেখবো আমি দু চোখ দিয়ে

কেমন করে জলের ফোঁটা

পড়ছে তোমার কপাল বেয়ে


আড়চোখেতে তোমায় দেখি

অবাধ্য ওই খোলা চুল

হাওয়ার দোলায় এলোমেলো

ঝুমকো তোমার কানের দুল


ঝাপটা বাতাস চোখের পাতায়

অবাধ্যতায় তোমায় ছুঁলো

অভিমানী মন হাতটি ধরে

শেডের নীচে দাঁড়িয়ে গেল


সুযোগ বুঝে বৃষ্টি ফোঁটা

ঠোঁটের নীচে থমকে আছে

বলছে বুঝি ফিসফিসিয়ে

আরো একটু এসো কাছে?


চাঁদের আলো উপচে পড়া

নাকছাবিতে হীরক দানা

তোমার এমন রূপের কথা

হয়নি কেন আগে জানা!


বুকের ভিতর সদ্যোজাত

দু লাইনের পদ্য ছড়া

বৃষ্টি ভেজা তুমি আমার

প্রেমিকা নাকি অপ্সরা!



Rate this content
Log in

Similar bengali poem from Drama