শান্তি পাক
শান্তি পাক


কারো কিছু এসে যায় না তাতে,
মনের ভেতর রাখা শরতের রোদ্দুর-
বেলা পড়ে এলে যৌবনের দাওয়ায়,
হাপরে, কেউ যেন দেয় অসুখের সুর!
আজই বুঝি শুনেছ তুমি,
কেমন করে মেঘেরা সাঁতার কাটে!
আমি তো জানি অতীতের কথা,
বোকা প্রেমিকটা তোমার হাত ধরে হাঁটে!
শহরে এলে, নতুন আলতায়
পায়ে পায়ে ওই দেখো জোনাকির ঝাঁক
আমি বলি কি তুমি প্রাসাদেই থেকো,
এবারে শব্দেরা একটু শান্তি পাক!