Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Swayambhu Sen

Classics Fantasy

5  

Swayambhu Sen

Classics Fantasy

মহাকাব্য

মহাকাব্য

1 min
469


শব্দকোষে জব্দ আমি ,

মুখের ভাষায় কেশর আঁকি ,

মরতে পারিনা বাঁচতে থাকি ,

চোখের উপরে অগ্নি রাখি .


নিস্তব্ধতা বাসনা রাজ্যে 

আত্মা কেটেছে নিজের স্বার্থ 

দ্রৌপদী আজ চিৎকার করে 

''নির্বাক্ কেনো তুমি পার্থ ?''

স্বাধীনতাতে ভ্রূকুটি সামিল 

বিভীষণ আজ যাত্রার পথে 

রাবণ উসুলে পোক্ত রইলো 

অগ্নি সীতা রামের রাজ্যে 

গান্ধারী আজ সমাজ সদনে 

মূখে বাধা তার কাপড়ের আঁট 

শত শিশু আজ ঘুরছে এখানে 

পড়েনিত কেউ শিক্ষার পাঠ 

নিদ্রিত সে যে ধরেছে অস্ত্র 

সাণ্ডিল্য উঠেছে রক্তে 

প্রজাপতি আজ নিশ্চূপ তাই 

বিশ্রাম আজ রয়েছে কৃত ভক্তে 

আলোস্যতা মৃতপ্রান্তে

গন্ডির আজ দৃহ ব্যবহার 

রক্তের আজ শুকনো দান্তে 

অমৃত আজ মন্থন তার 

বৃশ্চিক আজ সুপ্ত প্রহার 

চিন্তন আজ মসৃণ জান 

দাম্ভিক আজ কৃষ্ণ শ্রীহার 

মিথ্যের আজ পবিত্র স্নান 

কুরু রাজ্যে ধর্ম বিলীন 

রিক্তের আজ কঠিন পরশ 

আদিত্য চাক্ষুস আজ 

অপভ্রংশের এতই সাহস 


মায়াবী স্নেহের চিত্য ম্লান 

দ্বারকায় আজ মাধব বিজয়

অশ্বথামার নেত্র বিঘ্ন 

ভীস্ম এখনও সরসোজ্জায় 

বালি বধে উন্মত্ত দ্বার 

সুগ্রীব আজ মিথ্যার পথে 

ইন্দ্রজিৎ অপরাজেয় 

লক্ষ্মণ অধর্মের রথে 

ধৃতরাষ্ট্র পুত্রশোকে 

হাহাকারে তার লহুর বিলাপ 

দ্যূত সভায় বস্ত্র নগ্ন 

দ্রৌপদী তাই দিয়েছিল শাপ 

কর্ণের রথ ভগ্নাবশেষ 

কবজবিহীন জীবনেরদান

অঙ্গ রাজ্য নিজের করে 

''সুত্পুত্র বাড়লো কি মান?''

নেত্র খানি বন্ধ করে 

শকুনি শেখালো অধর্মের পথ 

আর্যবর্ত ধ্বংস হল 

শতজন হল একে একে বধ 


বালক হয়েও পরাক্রমী 

ছাড়েনিতো একফালি জমি 

বীরগতিতে অভিমন্যু 

কুরুক্ষেত্রে সম্ভবামি

একালব্বের স্বাধীনচিন্তা

খর্বিত হল দ্রোণের হাতে 

ধর্মের পথে হেঁটেছিলো কে 

হারিয়েছিল আঁধাররাতে


সবশেষে দেখি লাল নদী 

খরস্রোতা মানুষের প্রাণ 

সুপ্ত হইলো ধর্মরক্ষা

শুধু রইলো গীতার গান .    


Rate this content
Log in