পরিবেশ পরিচিতি
পরিবেশ পরিচিতি
পরিবেশ দূষণ হলে পরে, ফল কি আছে জানা?
পরিবেশ টাই পাল্টে যায়, মিথ্যা বলছিনা।
প্লাস্টিক এখন বিভীষিকা, অবাক লাগছে তো?
হাজার বছর হলেও পার, তা থাকবে অবিকৃত।
সেই কারণে বিঘ্ন আজ ইকো ব্যবস্থা,
জলে - স্থলে সর্বত্রই শুধুই সমস্যা।
গ্রীণ হাউস গ্যাসের কান্ড টা বলছি তবে এখন,
ওজন - মিথেন সমেত এক অম্লীয় কার্বন।
এরা সবাই আটকে দেয় ধরা ধামের তাপ,
যার জেরে বেড়েই চলে ধরণীর উত্তাপ।
মাত্রা ছাড়া আওয়াজ সাথে অবাধ খোঁড়াখুড়ি,
উন্নয়নে মেতেছি আজ উড়িয়ে হুঁশিয়ারি।
এভাবেই তো হারিয়ে যায় আমাদের পরিবেশ,
সচেতন ছাড়া আমরা ক্রমে হবো যে নিঃশেষ।