আসমানের চাঁদ
আসমানের চাঁদ
1 min
640
রূপ মাধুরীর অনন্ত জ্যোৎস্নায়,
সন্ধ্যার হিমেল আঙিনায়,
আসমানের চাঁদ,
গভীর রাতের বিস্ময়।
প্রতিদিনের সূর্যাস্তের পর,
রাতের ক্ষুদ্র তারা ঢেকে যায় মেঘের আড়ালে,
একরাশ নিশাচর পাখি,
এলোমেলো ডানা ঝাপটায়।
আকাশ বক্ষে অমলিন সৌন্দর্য,
ঘোচায় কালো পৃথিবীর আঁধার।
চারিদিকে জেগে থাকে স্বপ্ন একরাশ,
রূপালী সৌন্দর্য দিয়ে ঘেরা আসমানের চাঁদ।