পৌষের পিঠে - পুলি উৎসব
পৌষের পিঠে - পুলি উৎসব
শীতের দিনে গরম জামা -
মাথায় চাদর নিয়ে,
বাঙালির মকর সংক্রান্তি -
পিঠে- পুলিকে ঘিরে।
পেটে খেলে পিঠে যে সয় -
সবার সেকথা জানা,
মকর সংক্রান্তি এলেই শুরু -
পিঠে খাওয়ার প্রথা।
চালের গুঁড়ির পিঠে- পুলি -
ভিন্ন স্বাদের আয়োজন,
পিঠে - পুলির চাল ছাঁটতে,
ঢেঁকি ছাড়াও নতুন যন্ত্রের আবাহন।
দুধের পুলি, ক্ষীরের পুলি -
চিতই পিঠা, পাটিসাপটা,
মকর সংক্রান্তির স্পেশাল রেসিপির,
বাঙালি বড়ই নেওটা।
পৌষ - পার্বণ , পিঠে - পুলি -
নস্টালজিক ধরন,
নতুন ফসল উৎসব আর,
পায়েস - পিঠের আয়োজন।