করোনাভাইরাস
করোনাভাইরাস


আতঙ্কিত!
আতঙ্কিত!
সমগ্র সামাজিক জগত।
করোনা দ্বারা আক্রান্ত সমাজ,
সবার ঘুরেছে মগজ।
রোগটি নাকি বড্ড ভারী,
সৃষ্টি করছে মহামারী।
কেমন করে বাঁচবে মানুষ, যদি করোনা করে দেশ উজাড়ি ?
সীমান্ত প্রাচীরে কড়া পাহারা,
চতুর্দিকে ছড়িয়ে পড়েছে করোনা।
দেশে - বিদেশে সর্বত্র তুমুল সতর্কতা।
সৃষ্টি করেছে আতঙ্ক আজ কোভিড মহামারী।
রোগটি নাকি বড্ড ভারী,
করোনা করছে গাঁ উজাড়ি।
তবুও কেন এত দেরি,
বলোনা কোথায় মুক্তি?
মানুষ সব বুদ্ধিমান,
করোনা বলে, হও সচেতন।
চতুর্দিকে ঘূর্ণায়মান ভয়াবহ মহামারী।
জেনে রাখো রোগটি বাপু সত্যি বড্ড ভারী।