অজানা রোগ
অজানা রোগ


কাতরাতে, কাতরাতে,
এলো যারা একসাথে,
মনে রেখো পরিযায়ী নাম টা!
ভুল করে ডেকো না তাদের,
অথবা জানতে চেওনা যেন,
কি রোগ হয়েছে বলে, না না-
চুপ করে থেকো, বলা তো যায়না।
সরকার যখন হাত তুলে,
মুখ ফসকে দিয়েছেন বলে-
ওরাই তো ছড়াচ্ছে রোগটা!
এই রোগ, সেই রোগ -
যার লাগি দুর্ভোগ,
সহ্য করছে দুনিয়াটা।
তবে কেন আনা বাপু,
সমাধান নাই তবু,
খোলা কেন সীমান্তের দোর টা?