কবি জীবনানন্দ দাশের প্রতি
কবি জীবনানন্দ দাশের প্রতি


মনে হয় যেন সব কিছু অচেনা,
বড় অদ্ভুত এই পৃথিবীটা।
কবি চলে গেছে সব ছেড়ে,
তাই নেই ভালোবাসা।
নেই ধানসিঁড়ি ক্ষেত,
অথবা রূপ্সার অমলিন আভা।
শুধু জনহীন প্রান্তর আর একরাশ মৃত্যু,
প্রতি মুহূর্তে টের পাই কালের করালেশ্বর থাবা।
আমার চেতনায় যারা অহরহ ওঠানামা করে,
চুরমার হয় সব আশ্বাস।
এ বাংলাটা বড় দূর্বল হয়ে গেছে,
নেই কোনো ভালোবাসার স্বাদ।
শুধু একরাশ কালো মেঘ কেঁদে মরে,
এ বাংলার বুকে।
আশা যদিও সব ঠিক হবে।
এ বাংলার মাটি শ্বাস নেবে,
কবির কবিতা পড়ে।