কাগজের নৌকো
কাগজের নৌকো


বৃষ্টির দিনে ভাসিয়ে ভেলা -
কাগজ ভাঁজের নৌকো,
দূর থেকে সব তাকিয়ে দেখে -
কাগজ ভাঁজের শিল্প।
রাশি রাশি নৌকো জোড়ে -
একের পরে এক,
কখন যেন মন উড়ে যায় -
পাল্লা দিয়ে দেখবি ছুটে চল।
কাগজ ভাঁজের মজার খেলা -
কাগজের নৌকো,
চৌকো করে কাগজ কেটে -
ভাঁজ করা এক শিল্প।
খুব সহজেই তৈরী হয় -
কাগজ ভাঁজের নৌকো,
এ পিঠ - ও পিঠ জুড়ে নিলেই -
কাগজ ভাঁজের নৌকো।
কাগজ ভাঁজের মজার খেলায় -
কাটে ছুটির দিন,
তোমার, আমার, সবার শেখা -
মজার আইটেম।