STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

তুমি ভালো নেই

তুমি ভালো নেই

1 min
233

তুমি ভালো নেই

এই শহর ঢেকে গেছে আজ শোকে 

অঘোষিত কারফিউ সমস্ত প্রেমিক মনে ,

তুমি ভালো নেই

তাই আইন সভায় এক মিনিট নীরবতা

হল দিনভর ভালো রাখার পদ্ধতি নিয়ে কথা 

তুমি ভালো নেই

পূর্ণিমার চাঁদে অকাল বিষাদের ছোঁয়া

গোটা রাজ্যজুড়ে ছেয়ে যাচ্ছে অমাবস্যা,

তুমি ভালো নেই

সবার মন দুঃখী আজ শোক প্রস্তাবে 

সত্য যে বিতাড়িত পৃথিবীতে নীরবে,

তুমি ভালো নেই

নিষিদ্ধ চারুকলা, নৃত্য,সংগীত- বাদ্য যন্ত্র

আত্মহত্যায় মগ্ন শিল্পী -সাধক, হতাশাই এখন মন্ত্র,

তুমি ভালো নেই

ভালোবাসা 'র কবিতা লেখা বন্ধ

শান্তি ফিরে আসেনি আর,

তুমি ভালো নেই

নিখোঁজ সংবাদে পত্রিকা ছয়লাপ,

মনের দেয়াল ঢেকেছে কালো সংলাপে ,

তুমি ভালো নেই

টেলিভিশনের স্ক্রলে শিরোনাম ভেসে যায়

মন ভালো করার একটা যুক্তিসংগত কারণ চায় ...!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract