STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

কবিতা ছেড়ে, খেলবি চল

কবিতা ছেড়ে, খেলবি চল

1 min
259

পুরোনো প্রজাপতির ঝাঁক,

ফিরে আসে অরণ্য বুকে;

খামছেঁড়া চিঠিগুলো ওড়ে,

নতমুখে দারুণ শোকে|


ছবি ফেটে যায় রোদে,

উপত্যকায় কফিন সস্তা;

নরম সুতো চিতায় চোখে,

হাওয়ায় জমে লাশের বস্তা|


উড়ে যায় শুকনো পাতা,

চিত্রপটে রঙিন ছবি;

শব্দ ছড়ানো টেবিল জুড়ে,

কবিতা আঁকে খেয়াল কবি|


ভাঙা আকাশের টুকরো ভাসে,

জানালায় দেখি পাখিদের দল;

সবাই বলে একত্রে এসে,

কবিতা ছেড়ে, খেলবি চল|


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract