STORYMIRROR

AJITESH NAG

Abstract

4  

AJITESH NAG

Abstract

আদিমানবের গল্প

আদিমানবের গল্প

1 min
307

আমার নিজস্ব চেহারা তেমন দৃশ্যযোগ্য কিছু নয়।

তাই আজ দুপায়ে জড়িয়েছি অরণ্য, দুহাতে নদীপ্রস্তর।

এইবার এক সওদাগরী জাহাজ খুঁজে উঠে পড়লেই হল।

জানি ভূমধ্যসাগরের মাঝামাঝি এক দ্বীপপুঞ্জ আছে। 

যেখানে আমায় ডেকে কেউ বলবে না - 

তুমি তো তেমন বাহাদুর নও, তোমার পক্ষে আদিমানবীর প্রেম দুষ্কর!

আমি সাধক শঙ্খচিলের ডানার পালক চেয়ে নেব।

তাহলেই আর কেউ বাহাদুর হতে বলবে না আমায়।

দু আঁজলা সামুদ্রিক জল আর সোনাধুলো পাথেয় হবে আমার।

অজস্র পতঙ্গ আর সারি দেওয়া নারকেলবৃক্ষ। 

আমি জানব আমার চোখ জুড়ে ঘুম নেমে আসছে। 

আমি সমুদ্রে দুটো পা আর দ্বীপপুঞ্জে মাথা রেখে শুয়ে থাকব; 

গাঙচিলের ডানা নিঃসৃত হাওয়া নিঃশ্বাস হবে আমার; 

আমার সারা শরীর জুড়ে বিরাজ করবে জলের স্বপ্ন। 

আর কেউ বাহাদুর হতে বলবে না আমায়; 

প্রেম না দিয়ে আর ফিরে যাবে না কোন আদিমানবী। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract