STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract

4  

Dola Bhattacharyya

Abstract

আজকে দেখি বিকেল বেলায়

আজকে দেখি বিকেল বেলায়

1 min
281

আজকে দেখি বিকেল বেলায় 

বৃষ্টি থামার শেষে, 

রামধনু এক রঙিন সাজে 

উঠল হঠাৎ হেসে ।

শ্রাবণ আকাশ আজ সেজেছে 

শারদীয়ার সাজে, 

মেঘ বালিকা ওই লুকালো

 ঘন নীলের মাঝে ।

নীলাম্বরির আঁচলখানি 

দুলিয়ে গেল সে, 

মেঘ বালিকা মেঘ বালিকা 

আমায় সাথে নে। 

তোর সঙ্গে আমিও যাব 

অনেক দূরের দেশে, 

ওই যেখানে শ্যামল পাহাড় 

দিগন্তে যায় মিশে ।

দিন ফুরালে ঘরে যখন 

ফিরবে পাখির দল, 

সন্ধ্যা হল সন্ধ্যা হল 

চল রে ঘরে চল। 

অস্তরবির রঙিন আলোয় 

ভাসিয়ে দিয়ে ডানা, 

ঘরের টানে ফিরবে ওরা 

পথ টা আছে চেনা। 

আমিও তখন আসব ফিরে 

আমার বাসার টানে, 

 যখন হারাই, বুঝি তখন 

হারিয়ে যাবার মানে। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract