STORYMIRROR

Supratik Sen

Others

3  

Supratik Sen

Others

শঙ্খধ্বনি

শঙ্খধ্বনি

1 min
255

তুমি চলে গেলে, তোমার লেখা,

বেদনা, ভালবাসার ভান্ডার, 

তোমার 'হাতে হাত রেখে,

বেঁধে বেঁধে' থাকার আকুতি,

তোমার লেখনীতে ধরা পড়া

পাঁজরে দাঁড়ের শব্দধ্বনি.

বিফলে যাবে না দেখো

হে চিত্তপ্রিয়, হে চূড়ামণি । 

জানি তোমারি রচিত

সুন্দর পৃথিবীর বুকে, 

তোমার অপূর্ব বাণী, 

তোমার বইয়ের ঘর,

যেখানে ধরা আছে 

সময়ের জলছবি, বিছিয়ে 

আছে তোমার জীবনের 

সামান্য অসামান্য পাতা 

শুকিয়ে যাবে না দেখো;

তোমার অসংখ্য ভক্তবৃন্দ, 

ছাত্র ছাত্রী, পাঠক, পাঠিকা, 

বাঁচিয়ে রাখবে তোমায়, তোমার 

শব্দ আর সত্যের হাতছানি

ডাকবে তাদের, কবির মর্ম 

বিমুগ্ধ করবে তাদের প্রতি পলে, 

তাদেরই মুখে মুখে বাজবে 

যুগযুগ ধরে তোমারি শংখধ্বনি। 


Rate this content
Log in