STORYMIRROR

Supratik Sen

Tragedy Classics

4  

Supratik Sen

Tragedy Classics

মানুষ সুস্থ হোক

মানুষ সুস্থ হোক

1 min
229

পৃথিবী বিপদে নেই,

বিপথগামী মানুষ।

ইদানীং একটা কথা খুব

শুনছি, পড়ছি। পৃথিবীতে

শান্তি আসুক, পৃথিবী সুস্থ

হোক, নিরোগ হোক,

কিন্তু পৃথিবীর তো কিছু

হয়নি, সে তো ভালোই আছে,

বরং এখন আরও শান্তিতে

আছে, সুস্থ আছে, স্বস্তিও পাচ্ছে। 

পৃথিবীতে একমাত্র মানুষই আজ

বিপর্যস্ত, সমস্ত প্রাণীর মধ্যে

মানুষেরই দূর্দশা। 

পৃথিবীর কথা কবে ভেবেছে

মানুষ? খালি ধ্বংসের হুঙ্কার

এসেছে তাদের থেকে, কখনও

এটোম বোমের, কখনও বা

নিউক্লিয়ার ওয়েপনের।


আবার কখনও মাটি নিয়ে

কাটাকাটি, জল নিয়ে ছেঁড়াছেঁড়ি,

পশুদের প্রতি অত্যাচার, চারিদিকে

ফসলের বদলে গজাচ্ছে টাওয়ার।

গুটিকতক শিক্ষিত মূর্খদের কর্মফল

ভুগছে অসংখ্য নিরীহ, নিষ্পাপ মানুষ,

পড়েছে করোনার কবলে। 

যেই পৃথিবীকে নিশ্চিহ্ন করার

উন্মাদনায় মেতেছিল মানুষ, সেই

ক্ষমাশীল ধরার থেকেই আসছে

মানুষের নিরোগ হবার উপায়,

ভ্যাকসিনের সাজে। 

বিনীত প্রার্থনা এই, যে মানুষ যেন

এইবার সত্যিই মানুষ হয়ে ওঠে,

করুণাময়ী পৃথিবীকে যেন তারা

এবার বোঝে। দিকভ্রান্ত মানুষ

আসুক ফিরে সঠিক পথে।

আমাদের একমদ্বৈতম আস্তানায়

যেন শান্তি নেমে আসে।


মানুষ পৃথিবীর পথে থাকুক,

পৃথিবীর রথেই শুরু হোক তাদের

নতুন জয়যাত্রা সমস্ত প্রাণীর

সাথে, সকল জীবের পাশে

থেকে মানুষ সুস্থ হোক

মনেপ্রাণে, অন্তরে, বাইরে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy