STORYMIRROR

Debanjana Pramanik

Tragedy Inspirational Children

4  

Debanjana Pramanik

Tragedy Inspirational Children

শুভ মাতৃ দিবস মা

শুভ মাতৃ দিবস মা

1 min
300

প্রাক জন্মে গর্ভে থেকে দিতাম আমি সুড়সুড়ি,

 মানব জন্ম দিতেই ,আমি শিখলাম হামাগুড়ি।।

শত শাসনের মধ্যেই থাকে তোমার ভালোবাসা,

রাগ অভিমান হলেও তোমার কাছেই ফিরে আসি।।

আমার মত ডাকতো কেউ , যখন আদর করে,

মাথায় তখন রক্ত উঠত , সামলে নিতাম এমনি করে।।


ছোটবেলায় ভাবিনি তোমায় ছাড়া থাকতে হবে এবার থেকে প্রতি মুহূর্ত ,

এখন বুঝতে পারি তোমার গুরুত্ব।।


তোমার কোলে মাথা রেখে ঝগড়া করতাম রোজ 

 তবু, দিনের শেষে রাতের পরে , আকুল হয়ে, করতাম তোমার খোঁজ।।


কষ্ট হলে ,এখন আমি বলিনা তোমায় কিছু,

জানি তুমি নিজেই ,কষ্টে ছাড়বে না আমার পিছু।।

  

বুঝলে তুমি,


রাতে আমি স্বপ্ন দেখি তোমায় প্রতিদিন

ভাবি,  যদি আমি ফিরে পেতাম সেই ছোটবেলার দিন।।

জানতেই পারলে না তুমি,

প্রতি ক্ষণে মনে হয় ,

তোমায় ছাড়া ঘুম আসে না মা,

 

 তাই,

 তোমাকে আমার সৃষ্টির মধ্যে জানালাম,

 শুভ মাতৃ দিবস মা।।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy