বসন্তের মরশুম
বসন্তের মরশুম
আজি এ বসন্তে, উৎসব ফিরুক দ্বারে দ্বারে ,
বসন্তের বাসন্তিকায় দীপ্তি ফিরুক মনে প্রানে।।
অঙ্গে অঙ্গে রঙিন হোক সকলের অন্তরীক্ষ !
রঙের ধোঁয়াশায় বিলীন হোক সব দুর্ভিক্ষ।।
রামধনুর রঙে রাঙ্গা হয়ে উঠুক সারা শহর
দিবানিশি গুনছে , ব্যাস্ আর কয়েকটা প্রহর।।
রং দিবসের মাহাত্ম্যে উজ্জ্বল হোক সমুদ্র বন্দর,
আবিরের স্নিগ্ধ স্পর্শে ম্লান হোক সকল ধর্মান্ধর।।
হিমেল সমীরণে কোকিলের কুজনে মেতে উঠুক নানা গগন- প্রান্তর।।
পথের আনাচে-কানাচে খাটানো ভিন্ন তাঁবুর সারি
পিচকারির রঙ পরুক তাদের অঙ্গে ভারি!!
ঋতুরাজ উৎসবের মোহে আপ্লুত হোক একরাশ সাদা কালো জীবন,
ভিন্ন কঠোর পেশায় নিযুক্ত জাতিকে আজ বসন্তের অভিনন্দন।।
স্কুল-কলেজ আজ মাতবে উৎসবেতে
ছাত্র-ছাত্রী ভাসবে নাচের ভঙ্গিতে।।
খেলা শুরু হয় বড়দের প্রণাম জানিয়ে,
পবিত্র হোলির বন্ধন শেষ হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে।।
অসুস্থতায় জর্জরিত নানা মানুষ বৃন্দ
রং এর শুভেচ্ছা তাদের ,যারা রোগ-ব্যাধিতে জব্দ।।
কয়েক মুহূর্তের অপেক্ষা......!!
নিয়ম-বিধি মেনে রঙের ভেলায় দুলুক সকলের আকাঙ্ক্ষা,
ফাগুন দোল উৎসব
হাসিখুশিতে কাটুক
এটাই সকলের শুভেচ্ছা!!।।
