যুগের হওয়া
যুগের হওয়া
নতুন কালে চিনতো আমায়,
রুপ যৌবনের মায়ায়।।
নানা রঙে রসে পরিপূর্ণ
আমি ছাড়া বৃক্ষরাজি অপূর্ণ ।।
সকলেদাম দিত সম্পূর্ণ ।।
বয়স আমার যেই বাড়লো
স্থান থেকে পায়ের পৃষ্ঠে নামালো।।
বুঝি ,বয়সকালে সব ভুলে যায় ?
দায় এড়িয়ে সব বেঁচে যায় !
এখন ,
আমি পায়ের চাপে দুমড়ে যাই,
ইচ্ছে থাকলেও উঠে দাঁড়ানোর আর উপায় নাই।।
আমি হয়েছি নীরস - কুশ্রী
দুনিয়ার চোখে বিশ্রী।।
একসময়,
জৌলুস ই ছিল মোর ভঙ্গি
এবার একাকিত্ব আমার সঙ্গী।।
সময় - স্রোত সমানুপাত পরস্পর,
স্মরণ করায়, "কে আপন কে পর"।।
