অজানা প্রান্তর
অজানা প্রান্তর
জানিনা কেন
চিত্ত মোর ভারী ভারাক্রান্ত
বিষন্নতার পাহাড় জমেছে অবিরত
কারণের হদিশ অজানা।
খুঁজছি তার ঠিকানা।।
নিজের কাছে নিজেকে ভীষণ অসহায় লাগছে ইদানিং ,
উদ্দেশ্যের সন্ধানে নিরুদ্দেশে পাড়ি দিচ্ছি প্রতিদিন৷৷
সব কিছু পেয়েও কিছু একটা না পাওয়ার যন্ত্রনা
তার সঙ্গে অনর্গল বাজছে পারিপার্শ্বিক মন্ত্রণা।
লেখনীর সৃজনী প্রয়াসে ভাটা পড়ছে অকস্মাৎ !!
সুখের চেয়ে ভারিক্কি হচ্ছে বিষাদ।
সম্প্রতি নতুন জীবনে পা রেখেছি,
উচ্চবিত্তের বিলাসিতা- আড়ম্বর- চাকচিক্য সমস্ত সুখ পেয়েছি ;; সৌভাগ্য স্বরূপ।
তবে, স্বনির্ভর হওয়া আমার থেকে বিমুখ ।।
