দেশ কী সত্যি স্বাধীন ?
দেশ কী সত্যি স্বাধীন ?
চারিদিকে স্বাধীনের আনন্দে মাতলো ত্রিভুবনে ,
মনের অগোচরে প্রশ্ন বাঁধলো আনমনে।।
দেশ কি সত্যিই স্বাধীন ?
এর হদিস অজানা,
বন্দী পাখি এক মুঠো স্বাধীনের গন্ধে খুঁজছে তার ঠিকানা।।
এ দেশ বড়ই বিচিত্র--
অমূল্য সম্পদে পূর্ণ
অথচ রাজনৈতিক বেড়াচালে আবিষ্ট হচ্ছে সম্পূর্ণ।।
আশ্চর্যময় এই দেশে,
শত-কোটি বিপ্লবী জন্মেছে ক্রমাগত
তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, দেশকে স্বাধীনের ছোঁয়া থেকে করতেন না বঞ্চিত।।
তবু সেই দেশের অন্ধকারময় দিক ঘনিয়ে আসছে অবিরত।।
বিপ্লবীরা এই দেশে,
রক্ত ঝরাতেন প্রতিদিন !!
রক্তের এই পবিত্র ভূমি
ম্লান হচ্ছে দিন- দিন।।
কালো কাপড়ের মোড়া এই দেশে,
কোনায় কোনায় থাকা নির্ধন পাখিরা স্বাধীনের খোঁজে স্বপ্ন দেখে ,আগুন জ্বেলে !!
সুযোগ পেলে উড়তে চাই আপন মনে পাখনা মেলে।।
নিমেষেই তা রক্তে মলিন হয়
কুচক্রীর চক্র বলে।।
নেতাজি - ক্ষুদিরামের দেশে ,
ইদানিং স্বাধীনতায় জাঁক জমক আড়ম্বরের নেই কোন অভাব।।
তবে আছে কাল বাজারী নেতৃত্ব দানে ছদ্মবেশী স্বভাব।।
স্বাধীনতা পালিত হলেও
ভারত মাতা, স্বাধীন নয়
মাথার গর্ভের সন্তানরা বিবেক যন্ত্রণায় ঘুমিয়ে রয়।।
বীরের রক্ত ইটের ভূমি
স্বাধীন হবে তখন -----
নেতাজি বি-বা-দীর মতন বী রের পুনর্জন্ম হবে যখন।।
