তাই তো সকলে বলে
তাই তো সকলে বলে
খেলতে আমার ভালোলাগে,
মা বলে, খেললে শুধু চলবেনা।
পড়তে হবে,বাবা বলে, বড়ো হতে হবে,
ঠাম্মা দাদু বলে, তাদের গর্বের কারণ হতে হবে।
সেদিন হঠাৎ স্কুলে এক দিদিমনি জিগেশ করলো,
তুমি কি হতে চাও?
আমি অবাক চোখে তাকিয়ে থেকে বললাম,
বড়ো হতে হবে - তাই তো সকলে বলে, আর কি কিছু হওয়া যায়?