বড়ো হওয়ার অভিলাষ
বড়ো হওয়ার অভিলাষ


হোমওয়ার্ক আর হোমওয়ার্ক
আর কিছু কি আছে জীবনে?
এতো কেন কাজ?
বাবা বলে, এই জীবনটাই সহজ,
এটা সহজ নাকি?
চাপ নেই, তাড়া নেই, কঠিনতা নেই,সে আবার কি?
অত সতো বুঝিনা,
এই ছোট্ট কাঁধে এতো কাজ চাপানো কঠিনতা নয়?
খেলবো কখন?
শুধু হোমওয়ার্ক আর হোমওয়ার্ক
তাও সবাই বলে, এটাই সহজ,
বড়ো হওয়াটাই কঠিন
ছোট্ট কাঁধে বড়ো হওয়ার অভিলাষ চাপানোটা কি?