কৈলাস সংবাদ (শরৎকাল)সর্বানী ব্যানার্জি
কৈলাস সংবাদ (শরৎকাল)সর্বানী ব্যানার্জি


কৈলাসেতে চলছে মিটিং তর্ক বিরামহীন,
মর্ত্যে এবার কাটবে কেমন পুজোর ক’টা দিন!
কেমন হবে এবার যে গো নতুন নিয়ম ধারা,
সেসব ভেবেই ঘুরছে মাথা লাগছে দিশাহারা।
দুই বোনেতে জল্পনা জোর বিষয় মুখের মাস্ক,
কেমন করে সাজবে এবার বড্ড কঠিন টাস্ক।
কার্তিকেরও মন ভালো নয়, উধাও চুলের ছাঁট-
টুপি পরেই করতে হবে স্টাইল বাজিমাত।
গণেশ দাদার ভাবনা বড়ো খবর দেখে শুনে,
আদর যত্ন কমবে বুঝি মহামারীর গুণে।
চিন্তা ঠ্যালায় শিব বাবাজীর পাগল পাগল মন,
গাঁজা নিয়ে কেলেঙ্কারির খবর সর্বক্ষণ;
মর্ত্যে গেলেই তাকেও বুঝি জেরায় আবার ডাকে,
বুদ্ধি আঁটেন কেমন করে না পড়া যায় ফাঁকে!
মা দুর্গা একাই গোছান সবার জামা শাড়ি,
যতই যা হোক বছর ঘুরে যাবেন বাপের বাড়ি;
বছর পরে মনে যে তার অন্যরকম টান,
অপেক্ষা শেষ ডাকছে এবার আগমনীর গান।