কাউন্টডাউন (শারদ সংখ্যা) সর্বানী ব্যানার্জি
কাউন্টডাউন (শারদ সংখ্যা) সর্বানী ব্যানার্জি


অপেক্ষার এই দীর্ঘমেয়াদ কেমন তরো?
নতুন রকম অবাধ্য বা খুব পুরনো।
মনকে যে তার আটকে রাখা বড্ড কঠিন,
অপেক্ষার এই দীর্ঘমেয়াদ অবুঝ বড়ো।
দিন সারাদিন কাজের মাঝে যেমন-তেমন,
সন্ধ্যে হলেই দেয় সে উঁকি নতুন সাজে;
উত্তেজনার চাপান-উতোর ঠিক খুঁজে নেয়,
ছাতিম বনে শিউলি গন্ধ কাশের ভাঁজে।
দুচোখ বেকার ডুবিয়ে দেওয়া স্ক্রিন সাহারায়,
জানলা ঢাকা নীল পর্দার ঠান্ডা ঘরে-
মনের খেয়াল তবু্ও খোঁজে নীল-সাদা মেঘ,
আসা যাওয়ার কাঁচের দেওয়াল পথের ধারে।
প্রতীক্ষার এই হিসেব নিকেশ জটিল বড়ো,
ধাঁধায় বাঁধা গভীর মনের স্বাদ-আহ্লাদ;
দীর্ঘ হলেও অপেক্ষা দিন অন্য আবেগ,
শেষেই শুরু অপেক্ষার এই দীর্ঘমেয়াদ।