STORYMIRROR

Sarbani Banerjee

Fantasy Children

3  

Sarbani Banerjee

Fantasy Children

শিশু পাঠ সর্বানী ব্যানার্জি

শিশু পাঠ সর্বানী ব্যানার্জি

1 min
278


ছোট ছোট ছানা ভূত মানুষের মাঝে, 

ঘোরে দেখি আশেপাশে রাতদিন সাঁঝে।

এই বুঝি ঝুপ করে উঠে পড়ে কোলে,

ঘাড় ধরে পিঠ থেকে পড়বে কি ঝুলে?


নাকি সুরে উফফ মাগো অদ্ভুত বায়না,

যা চাইবে তক্ষুণি দেরি আর সয় না।

চিৎকারে মাত পাড়া হাউ মাউ খাউ,

কেউ খোঁজে পিৎজা তো কারো চাই চাউ।


মাঝে মাঝে কেঁপে ওঠে নিদারুণ রাগে,

কেন কথা মানবে না আসবে না বাগে।

চোখে নেই জল শুধু ঘোরে গোলগোল,

ঘ্যানঘ্যান ধুপধাপ তোলে শোরগোল।


ছোট ছোট ছানা ভূত থাকে পাশে পাশে,

উৎপাত করে আর মিটিমিটি হাসে;

আবদেরে গলা করে বলে রিনিঝিনি,

আমাদের ছাড়া বুঝি ভালো লাগে শুনি!


জানে ওরা সব্বাই যত হোক দোষ,

একটুকু হাসলেই পালাবে যে রোষ।

ওরা ছাড়া পৃথিবীতে মানুষের মাঝে, 

ভালোলাগা থাকবে না রাতদিন সাঁঝে।




Rate this content
Log in

Similar bengali poem from Fantasy