কালবৈশাখী
কালবৈশাখী
এখানে এখনো কালবৈশাখী আসে;
চৈত্র শেষের বাঁধানো ঘাটের পাশে,
ঘাসের বনের গালিচা বিছানো পথে-
এ কাননে আজও কালবৈশাখী আসে।
এখানে বিকেল একলা দাঁড়িয়ে ঠায়
হারায় দু’চোখ আজও, মেঘের প্রতীক্ষায়।
বজ্রের চোখে চোখ রাখে কেউ ধ্বংসের আহ্বানে;
উড়ে যায় পাতা দূর দিক পানে অদেখা স্বপ্ন টানে।
গ্রীষ্ম দুপুরে স্তব্ধ জারুল ডালে, বৃষ্টি ফোঁটারা ঝরে।
ঘন কালো জলে ওঠে অস্থির ঢেউ।
মন কেমনের গন্ধ ছড়ায় মগ্ন সে বনফুল-
একলা নুপুরে, বন মর্মরে, বনানীর অন্তরে।
চৈত্রের শেষে, মেঘেদের দেশে শুখা বৈশাখ মাসে,
সজল আকাশ প্রেমিকের বেশে আসে।
একলা দুপুরে, হঠাৎ বিকেলে গোধূলির অবকাশে-
এ মনে এখনো কালবৈশাখী আসে।