STORYMIRROR

Priyanka Dhibar

Action Crime Inspirational

3  

Priyanka Dhibar

Action Crime Inspirational

বন্ধু রূপে শত্রু

বন্ধু রূপে শত্রু

1 min
44

চারিদিকে ছড়িয়ে আছে কত মুখোশ পরা মানুষ,

কোথায় যে কার কি উদ্দেশ্যে, নাই তার কোনো হুঁশ।

মিষ্টি মুখেই মন কাড়ে, সামনে থাকে সর্বক্ষণ,

পিছন থেকে বসায় ছুরি যখন হয় উদ্দেশ্যে সাধন।

নিজেদেরকে দাবী করে কাছের মানুষ বলে,

ওরা আবার শত্রুর থেকেও এক পা আগে চলে।

বিভীষণরুপী এই মানুষগুলোকে চেনা বড়ো দায়,

বারে বারে বিশ্বাস করে এমনই ঠকে যায়।

লুকিয়ে থাকা এই শত্রুদের চিনতে লাগে সময়,

মনে হবে ওরা না থাকলে দুনিয়াটাই শূন্য।

তোমার অবর্তমানে ওরা করবে কুৎসিত মন্তব্য,

তোমার নামেই রটাবে নিন্দা, করবে তোমায় মন্দ।

শুনবে সবই, জানবে সবই কিন্তু পারবে না তুমি মেনে নিতে,

মনে হবে ওরা না থাকলে তো তুমিই নিঃস্ব হয়ে যেতে।

কিন্তু ভালো মানুষরুপী এই মুখোশগুলো থাকে না বেশিক্ষণ,

বিষ দাঁত বেড়িয়ে এলেই খসে পড়ে ঐ মুখোশধারী মন।

তাই সবকিছু বিচার করে আগে ভালোভাবে দ্যাখো,

বন্ধুর আড়ালে থাকা শত্রুদের শীঘ্রই চিনতে শেখো।


Rate this content
Log in

Similar bengali poem from Action