STORYMIRROR

Priyanka Dhibar

Action Inspirational

4  

Priyanka Dhibar

Action Inspirational

বিবিধের মাঝে তবু মিলন মহান

বিবিধের মাঝে তবু মিলন মহান

1 min
19


জগতের মাঝে আছে কত বিবিধতা, কত বিচিত্রতা

হে দেশমাতা, তুমি তো হলে বিচিত্ররূপীনী ।

অন্তর মাঝে আছো শুধু তুমি একা একাকী

তুমিই তো আবার অন্তরব্যাপীনী ।।

শত শত বীর জোয়ান রোজ দিচ্ছে প্রাণ বলিদান

মেনে চলছে শুধু একটাই নীতি "মিলন মহান" ।

লিঙ্গ-বর্ণ, জাতি-ধর্ম ভুলে গিয়ে হয়েছে সব ঐক্য

দেশমাতাকে রক্ষা করার নিয়েছে যে শপথ বাক্য ।।

হিন্দু - মুসলিম - খ্রিস্টান - শিখ - বৌদ্ধ কত জাতি

সকলেই মোরা সকলের তরে একসাথে পথ হাঁটি ।

এক দেশেতেই সবে মিলে মোরা করি বসবাস

বিপদেতে পাশে থাকি পরস্পরকে দিই আশ্বাস ।।

আমার এ দেশ কত সাহিত্য- সংস্কৃতিতে ভরা

তাই তো এ দেশ হয়েছে আজ পৃথিবীর সর্বসেরা ।

উৎসব - অনুষ্ঠান, রীতি নীতিতে আছে যদিও বিভিন্নতা

শত বিবিধের মাঝে তবুও আছে মিলনের এক মহানতা ।।

ঈশ্বর, আল্লাহ, গড - দিয়েছি কত ভিন্ন ভিন্ন নাম

অভিন্ন দেশমাতাকে তবু সকলেই করি শত কোটি প্রণাম ।

আছে বাইবেল, আছে কোরান, আছে ভাগবত গীতা

সবে মিলে করি কাজ, নাই কোনো ধর্মান্ধতা ।।

বিনি সুতোয় বাঁধা আছে যেন

খ্রিষ্টান - শিখ - হিন্দু - মুসলমান ।

বিবিধের মাঝেও রাখবো না বিভেদতা

যেন এটাই হল দেশমাতার বিধান ।।

দেশমাতার তরে মোরা এনেছি মনে ঐক্যতা

শিখরেতে দেবো স্থান তোমার, এই তো মনের একাগ্রতা ।

সকলে মিলে করি মোরা তাই তোমার জয়গান

বিবিধের মাঝে হয়েছে দেখো মিলন মহান ।।


Rate this content
Log in

Similar bengali poem from Action