তোর জন্য
তোর জন্য
তোর জন্য লাল টুকটুকে সাজ,
তোর জন্যই আমার যত লাজ।
তোর জন্য খোঁপায় থোকা ফুল,
তোর জন্যই কখনও বা খোলা চুল।
তোর জন্য হাতে রেশমি চুড়ি,
তোর জন্যই পড়েছি লাল একটা শাড়ি।
তোর জন্য মিষ্টি লাজুক হাসি,
তোর জন্যই তোকে ভালোবাসি।
তোর জন্য নতুন পথে পা বাড়িয়েছি,
তোর জন্যই ভালোবাসা কি তা শিখেছি।
তোর জন্য মনে খুশির জোয়ার,
তোর জন্যই বলি তুই শুধু আমার।
তোর জন্য মস্তিষ্ক জুড়ে শুধুই তোর ভাবনা,
তোর জন্যই দাবী করি আমায় ছেড়ে যাস না।
তোর জন্য মন আঙিনায় গোলাপের বাহার,
তোর জন্যই তোর কাছে আমার যত আবদার।
তোর জন্য তুই আমার পরানের পরান,
তোর জন্যই আমার যত মান অভিমান।
তোর জন্য আছে দীর্ঘ অপেক্ষা আর বাসনার ঝুলি,
তোর জন্যই প্রতি মুহুর্তে লড়াই করে পথ চলি ।
জানিস আজও তোর জন্য আমি তাকাই,
জানিস আজও তোর জন্য আমি একাই।
শুধু তুই আর তুই, এটুকুই আমার একমাত্র,
তুই আমার জীবনের সব, এটাই আমার ছায়াচিত্র।
মানছি তুই জেদী, রাগী, তেজী, আরে আমি জানি,
শুনে রাখ তুই আমার , শুধু এই কথাটাই মানি।
কখনো ভুল বুঝবি না, করেছিলি এই পণ
আমি আজও তোর আছি, পরিবর্তন করিনি মন।
একাগ্র ভাবে চেয়েছি তোকে, চাইবো চিরকাল,
আমি তোর সেই ভালোবাসার ট্রেন, হয়তো লোকাল।
তুই তোর কাজ কর, আমি আছি তোর হৃদয়ে,
তুই আমার সব, এটাই বলি বারে বারে ।।

