STORYMIRROR

Priyanka Dhibar

Tragedy

4  

Priyanka Dhibar

Tragedy

তবুও মন পেলাম না

তবুও মন পেলাম না

1 min
12

ঐ যে ঐ কাঠগোলাপের ছায়ার ঠিক নিচে

দাঁড়িয়েছিলাম ঠায় তোমার অপেক্ষায়,

কিন্তু কই এলে তুমি ?

ওহ ! ভুলেই তো গেছিলাম,

তোমার সাথে তো তাকেই মানায়,

আমি আর কোথায় হলাম তোমার যোগ্য

না জাতে আর না মতে,

সব কিছুর মাঝেই তো একটা বিশাল ফারাক ।

মনে পড়ে সেই বকুলগাছের নিচে

শীতল ছায়ায় বসে

তোমার আমার কত গল্প কথা আর কল্পকথা,

কথার যেন কোনো শেষ নেই,

সময় ফুরিয়ে আসে তবু কথা আর ফুরায় না,

কিন্তু এখন কেমন চারিদিক নিস্তব্ধ ।

জীবন তার গতিধারায় ঠিকই বয়ে যায়,

কখনও ধীর তো কখনও চঞ্চল গতিতে,

থেমে কখনই থাকে না সে,

তবুও কেমন যেন গতিহারা লাগে এখন,

আছে ঠিকই কিন্তু যেন আবার নেই ।

আচ্ছা বলতে পারো,

ঠিক কতটা অপেক্ষা করলে

তুমি আমার কাছে আসতে ?

ঠিক কতটা ভালোবাসা দিলে

তুমি সম্পূর্ণ আমার হতে ?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy